Description
ভয়ের অলিতে গলিতে, আনাচে কানাচে ঘোরা এক বিষয় আর ভয়কে ভয়ানক ময়ালের মতো জড়িয়ে রেখে তার প্রবল সম্মোহনী শক্তির দিকে অপলক তাকিয়ে থাকা অন্য বিষয়। যেকোনও সময় সাপ আপনাকে ছোবল দিতে পারে, কিলবিলিয়ে বেয়ে ওঠে যেতে পারে আপনার মাথায় – ঝুঁকে দেখতে পারে আপনার মুখমণ্ডল। আপনি চোখ উল্টে দেখলেন একটা সাপের জিভ ধীরে ধীরে নেমে এসেছে আপনার মুখের কাছে। অর্থাৎ ভয়ের রূপ বারবার পাল্টে যেতে পারে, মৃত্যু হতে পারে আচমকা। কোনও ইঙ্গিত থাকবে না, অথচ ভয় এসে গ্রাস করবে। এই জাতীয় আতঙ্কের সাত কাহিনি লিপিবদ্ধ আছে এই গ্রন্থে।
এই গ্রন্থে ভয়ের আধুনিকতম রূপ দেখানোর চেষ্টা করা হয়েছে আদিম পন্থা অবলম্বন করে। একই গ্রন্থে আছে দেবী রাক্ষসের মতো ভীষণা দেবীর কাহিনি, আয়ুষ্কালের মতো ভয়াল রসের কাহিনি আবার চুলের মতো বীভৎস কাহিনি। মানসিক দ্বন্দ্ব নিয়ে কেন্দ্রীয় চরিত্ররা বারবার টানাপোড়েনের মধ্যে পড়েছে, কখনও উত্তরণ সম্ভব হয়েছে, কখনও আতঙ্কের অতল গভীরে হারিয়ে গেছেন তারা।
অলৌকিক গল্পের আড়ালে চিন্তার খোরাক জোগান দেবে এই গ্রন্থ। মৃত্যুই কাহিনিগুলোর একমাত্র কেন্দ্রবিন্দু। ভয়, হতাশা, আতঙ্ক, ষড়যন্ত্র, রহস্য সব মিলিয়ে জমজমাট সাত কাহিনি নিয়ে হাজির এই গল্পগ্রন্থ।
শুধু ভয় কিংবা শিহরণ নয়, বরফ শীতল ভাবনার চোরা স্রোতে ভাসমান হতে প্রস্তুত থাকুন পাঠক। আতঙ্কগ্রস্ত হওয়ার সাতকাহন শুরু হচ্ছে এবার। দুর্বল চিত্তের পাঠক নিজ দায়িত্বে পড়বেন।
Reviews
There are no reviews yet.